চৌগাছা সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় এসএসসি ব্যাচ-২০০১ এর সংগঠন চৌগাছা সংঘের উদ্যোগে ২শত পরিবারে ঈদ উপহার সামগ্রী পৌছে দেয়া হয়েছে।

আজ সোমবার সকাল থেকে দিনব্যাপি উপজেলার বিভিন্ন গ্রামের গরীব ও অসহায় ২শ পরিবারের বাড়িতে গিয়ে এই ঈদ উপহার সামগ্রী পৌছে দেয় সংঘের সদস্যরা।

ঈদ উপহার হিসেবে পোলাও চাল, সয়াবিন তৈল, চিনি, সেমাই, নুডুলস, প্যাকেট গুড়ো দুধ, পেয়াজ, পাঁচমিশালী মশলা প্রদান করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংঘের এক সদস্য জানান করোনার এই মহাসংকটকালে কর্ম হারানো ছাড়াও গরীব ও অসহায় মানুষের দিন জাপন করা’ই দুরহ হয়ে দাড়িয়েছে। আমরা সংঘের সদস্যরা নিজেদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে তাই এ ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। তিনি জানান গরীব ও অসহায় এসব পরিবারের বাড়িতে গিয়ে আমাদের সদস্যরা উপহার সামগ্রী পৌছে দিয়েছি। তিনি বলেন আমরা কোন পরিবারেরই ছবি তুলিনি।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।