ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়েছে। সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক চোরাকারবারি আটক হয়েছে।
রবিবার (৯ মে) সাতক্ষীরা শহরের ফুড অফিস মোড় এলাকা থেকে ১৮২০ পিস ইয়াবাসহ ইয়াছিন নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। তিনি কলারোয়া উপজেলা সদরের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
এঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঈদকে সামনে রেখে মাদক আমদানিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহম্মদ আলী, এএসআই সাইফুল ইসলাম, এএসআই লালন অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে। আটক মাদক ব্যবসায়ীকে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে পাঠানোর হবে বলেও জানান তিনি।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …