নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজুর চাচাতো ভাই আতিক আজিজ মার্শালের বিরুদ্ধে নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহৃত বাঁশ আর কাপড়ের তৈরী নৌকা ভাংচুর এবং এক নারীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাহপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম গাজী আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের ভক্ত। সে কারণে তিনি ইসি ঘোষণায় স্থগিত হওয়া গত ১১ এপ্রিলের নির্বাচনের পূর্বে শাহপুর নির্বাচনী অফিসের জন্য বাঁশ, কঞ্চি আর কাপড় দিয়ে একটি নৌকা তৈরী করেছিলেন। সেই নৌকায় চেইন লাইট লাগায় ‘মাহী স্মার্ট লাইটিং সার্ভিস’ নামে লাইট ব্যবসায়ী মার্শাল। নির্বাচন স্থগিত হওয়ায় লাইট ও নৌকা খুলে নিয়ে যান আবুল কাশেম গাজী।
গত ৬ মে আবুল কাশেম গাজীর বাড়ির সেই চেইন লাইট নিতে যায় মার্শাল। কিন্তুআবুল কাশেম গাজী ও তার ছেলেরা বাড়ি না থাকায় স্ত্রী নুরজাহান বেগম চেইন লাইট কি, তা বুঝে উঠতে পারেন না। এবিষয় নিয়ে কথা-বার্তার এক পর্যায়ে মার্শাল উক্ত নৌকা ভাংচুর করেন এবং নুরজাহান বেগমকে মারধর করেন।
পরে আবুল কাশেম গাজীর স্ত্রী নুরজাহান নালিশ করতে চেয়ারম্যানের বাড়ি গেলে চেয়ারম্যান বাড়িতে অনুপস্থিত থাকায় তাঁর স্ত্রী মার্শালের বাবা মাকে জানাতে পরামর্শ দেন।
পরামর্শ মোতাবেক নুরজাহান মার্শালের বাড়িতে গিয়ে তার বাবা মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম গোলদারকে ঘটনা বর্ণনা করার সময় মার্শাল উত্তেজিত হয়ে তাকে কিল ঘুষি ও মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন।
চেয়ারম্যান এবিষয়ে অবগত হলেও কোন সুবিচার করেননি বলে জানান আবুল কাশেম গাজী। ফলে এ ঘটনায় আওয়ামী লীগ ও নৌকাপ্রেমী আবুল কাশেম গাজী, তার পরিবার ও এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে বলে জানান।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …