যশোরে ঈদের দিনে ‘সুপ্তহাসি শিক্ষালয়’ এর আয়োজনে নতুন কাপড়-খাবার বিতরন!

মোঃ রাসেল হোসেন, ( ভ্রাম্যমাণ)যশোর প্রতিনিধি:

ঈদুল ফিতর পবিত্র দিনে আজ অভয়নগরে অসহায়,সুবিধাবঞ্চিত আর বাস্তহারা পরিবারের প্রায় ৫০ জন শিশুকে নতুন কাপড় ও খাদ্য বিতরণ করেছে ❝সুপ্ত হাসি শিক্ষালয়❞।

ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ❝সুপ্তহাসি শিক্ষালয় ❞।তারা স্টেশন কলোনীতে গড়ে ওঠা বস্তি এবং অসহায় পরিবারের প্রায় ৫০ জন শিশুকে নতুন কাপড় এবং খাদ্য প্রদান করে।

উক্ত প্রোগ্রাম টি আজ বেলা ১১ টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকাল ৫ টা অব্দি।উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন উক্ত স্বেচ্ছাসেবী ধর্মী স্কুলটির অন্যতম সমন্বয়ক আছিয়া বেগম।আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মৌলি,গালিব,মাহিদ, মারুফা, অনীশা তরিকুল সহ আরো অনেকে।

অনুষ্ঠানে শিশুদের পাশাপাশি খাদ্য পৌছে দেওয়া হয় আশেপাশের অন্যন্য অভাবী-অসহায় পরিবারের মাঝে।
স্কুলের অন্যতম সহযোগি আতিকুল ইসলাম আসিফ বলেন, স্কুলটির বয়স ছয় মাস পূর্ণ হলেও ইতঃমধ্যে যেমন খুশি আকো,হাতেখড়ি সহ বিভিন্ন সৃজনশীল কর্মসূচি গ্রহণের মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে অগ্রণী ভুমিকা পালন করছে।

Check Also

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।