নিহত আমির হোসেন সুটিয়া গ্রামের আছের উদ্দিনের ছেলে এবং সানোয়ার হোসেন গোয়ালপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
মঙ্গলবার সকালে পৃথক ঘটনা দু’টি ঘটে। এ ব্যাপারে জীবননগর থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত আমির হোসেনের ভাই ইলিয়াস হোসেন বলেন, আমার ভাই আমির হোসেন দীর্ঘ দিন ধরে ব্রেইনের সমস্যায় ভুগছিলেন। অন্যদিকে সম্প্রতি মুরগীর খামার করে ব্যবসায় লোকসানের শিকার হন। এমন পরিস্থিতিতে আমার ভাই আরো অসুস্থ্য হয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। মঙ্গলবার সকাল ৭টার দিকে তার নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় প্লাস্টিকের রশি দিয়ে পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
অন্যদিকে নিহত বাকপ্রতিবন্ধী সানোয়ার হোসেনের ভাই সাদ্দাম হোসেন বলেন, আমার ভাই সানোয়ার মঙ্গলবার সকালে বাড়ি থেকে ভাত খেয়ে বের হয়। পরে লোকজন তার লাশ আমাদের এলাকার রুইয়ের বিল সংলগ্ন রামহরির মাঠে জনৈক কাশেম আলীর বাগানে একটি আম গাছের সাথে ঝুঁলন্ত অবস্থায় দেখতে পায়। আমার ভাইতো কথা বলতে পারে না। কি করে বলব সে কেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ-আপত্তি না থাকায় থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।