সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই

সংবাদপত্র সমাজের দর্পণ। সাংবাদিক সেই দর্পণের কারিগর। চতুর্দিকের সব সত্য ঘটনা নির্মোহচিত্তে গণমাধ্যমে তুলে ধরাই সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব। এই দায়িত্ব পালনে সত্যকে আড়াল করা অথবা মিথ্যাকে বার বার প্রচার করে জনগণকে ধোঁকা দেয়ার প্রবনতাই হলো হলুদ সাংবাদিকতা।

আমার দেশের সংবাদকর্মীরা বহুধা বিভক্ত। কেউবা সরকারপন্থী, কেউ বিরোধীপন্থী। রয়েছে ডান-বামসহ আরও নানা পন্থী।
একশ্রেণির সাংবাদিক ও মিডিয়া চোখবুঁজে সরকারের জয়গান গেয়ে যায়। সত্য তুলে ধরতে গিয়ে হামলা মামলার শিকার হলেও রাজনৈতিক ও মতাদর্শগত ভিন্নতার কারণে একপক্ষ অপরপক্ষকে ঘায়েল করতে ব্যস্ত।

যার ফলে আজও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার হয় না, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও সংগ্রাম সম্পাদক আবুল আসাদসহ পত্রিকা সম্পাদক এবং সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ হয় না, হয় না বিচার!

ডিজিটাল নিরাপত্তা আইন নামে সাংবাদিক ও গণমাধ্যম বিরোধী আইনের ফাঁদে পড়ে সত্যের বানী নিরবে নিভৃতে কাঁদছে।

এখন দেশে শত শত সংগঠন রয়েছে সাংবাদিকদের। হাজারো গ্রুপিং-এ বিভক্ত থাকায় সাংবাদিকতার মৌলিক বিষয়াবলীতেও তারা একমত হতে পারেন না।

সত্য প্রকাশ ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে সংবাদকর্মীদের হেনস্তা হতে দেখা যায় প্রতিনিয়ত। সর্বশেষ প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলাম এহেন হামলা ও মামলার শিকার হয়ে হাজতে।

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে হাজতে মৃত্যুর শিকারও হতে হয়েছে মিডিয়া কর্মীদের।
জেল জুলুম তো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

বহু বছর আগে সরকারি আদেশে বন্ধ হয়ে যাওয়া দিগন্ত টিভি ও ইসলামিক টিভি আজও আলোর মুখ দেখেনি। শত শত সাংবাদিক বেকার হয়েছে। তাদের কর্মসংস্থানও জোটেনি এখনো কারো ভাগ্যে।

আজকে সময় এসেছে মিডিয়া কর্মীদের সুসংগঠিত হওয়ার। সাথে সাথে পত্রিকা ও টিভি চ্যানেল মালিক ও সম্পাদকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার। যার মাধ্যমে সাংবাদিকগণ একটি নিরাপদ আবাসস্থল খুঁজে পাবে।
সত্য ও সুন্দরের সাথে পথ চলবে গণমাধ্যম। একতাই বল, কথাটা স্বার্থক হবে। আমরা প্রত্যেকেই পরের তরে, সহোদর সাংবাদিক ভাইয়ের বিপদে ঐক্যবদ্ধভাবে সহায়তার হাত সম্প্রসারণ করবো। এই প্রত্যাশায়…।

কবি বিলাল মাহিনী
সাংবাদিক ও যুগ্ম সম্পাদক : ভৈরব চিত্রা রিপোর্টারস ইউনিটি,
জীবন সদস্য : নওয়াপাড়া ইনস্টিটিউট, অভয়নগর যশোর।

Check Also

সাতক্ষীরায় বিজিবির অভিযানে দশ লাখ টাকার মালামাল আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় দশ লক্ষ টাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।