বিলাল মাহিনী, অভয়নগর (যশোর) প্রতিনিধি :
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা মামলা দায়ের ও জেলে প্রেরণের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন অভয়নগর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
যশোরের অভয়নগর প্রেসক্লাবের পক্ষ থেকে সকাল ১১টায় নওয়াপাড়া হাইস্কুল গেটে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি এবং তাঁকে হেনস্তাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।
অভয়নগর প্রেসক্লাবের সভাপতি চৈতন্য কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক ফারুক হোসেন, অভয়নগর প্রেসক্লাবের সহ সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংবাদিক নূর ইসলাম, ক্রাইম বার্তার অভয়নগর প্রতিনিধি ও ভৈরব চিত্রা রিপোর্টারস ইউনিটির যুগ্ম সম্পাদক কবি বিলাল মাহিনী, মনিরুজ্জামান মিল্টন।
আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আমানুল্লাহ, কানিস সদস্য এইচ এম জুয়েল রানা, আব্দুল হালিম বাপ্পি, সহযোগী সদস্য মিঠুন দত্ত, আমিরুল ইসলাম, মইনুল ইসলাম।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ভবদহ কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব সর্দার।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রায়হান, মোজাফফর হোসেন, তারেক রহমান প্রমুখ।
নিরাপদ সংবাদমাধ্যম গড়ে তুলতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সকল নির্যাতন নিপীড়নের অবসান চান মানববন্ধনে উপস্থিত অভয়নগর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।