সব্যসাচী বিশ্বাস, অভয়নগর, যশোরঃ
আগামী ২৪মে থেকে ২৬ মে ২০২১ এর মধ্যে বাংলাদেশে আঘাত হানতে পারে ২০২০ সালের আম্পানের চেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘যশ বা ইয়াস’। যার গতিবেগ হতে পারে ঘন্টায় ১৫৫ থেকে ১৬০ মাইল।
সেই ঘূর্ণিঝড় মোকাবেলায় জান-মালের ক্ষয়ক্ষতি রক্ষায় পূর্বপ্রস্তুতি হিসেবে অভয়নগরে অনুষ্ঠিত হয়েছে করণীয় শীর্ষক জরুরী প্রস্তুতিমূলক আলোচনা সভা। রবিবার দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আলী আহম্মেদ খান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ, ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, নাদির মোল্যা, বাবুল আক্তার, মোহাম্মদ আলী, মফিজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খান এহসান উল আলম প্রমুখ। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয় এবং গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার অনুরোধ জনানো হয়।
এছাড়াও জন সাধারণের প্রতি অনুরোধ করা হয় যে, তারা যেন সতর্কবার্তার উপর নজর দিয়ে নিজেদের সতর্ক রাখতে।