বেনাপোলে আন্তর্জাতিক কলিং কার্ড সহ আটক ১

আব্দুল্লাহ, শার্শা:

চোরাইপথে ভারতে পাচারকালে যশোরের বেনাপোল সাদিপুর সেতু এন্টারপ্রাইজ এর অফিস থেকে ৪৩ হাজার ১৪০ পিস আন্তর্জাতিক কলিং কার্ড (স্ক্রার্চ কার্ড) সহ আমিনুর (২২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বেনাপোল সাদিপুর সেতু এন্টারপ্রাইজ অফিস থেকে এসব কার্ড (স্ক্রার্চ কার্ড) সহ একজনকে আটক করা হয়। আটক আমিনুর সাদিপুর গ্রামের শামছুর রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদে জানতে পারি ২ জন লোক প্রচুর পরিমাণ আন্তর্জাতিক কলিং কার্ড (স্ক্রার্চ কার্ড) বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশে সাদিপুর সেতু এন্টারপ্রাইজ এর অফিসের ভিতর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কোম্পানী সদরে কর্মরত নায়েব সুবেদার ইউনুস আলী’র নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সাদিপুর সেতু এন্টারপ্রাইজ এর অফিস হতে সন্দেহভাবে টেপ দ্বারা মোড়ানো অবস্থায় একটি কার্টুনসহ ১ জনকে আটক করা হয়। আটককৃত কলিং কার্ডের সিজার মূল্য আনুমানিক বাংলাদেশী টাকায় তিন কোটি বিরাশি লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছয়শত উনিশ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. সেলিম রেজা বলেন, আটককৃত আন্তর্জাতিক কলিং কার্ড (স্ক্রার্চ কার্ড) এবং ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Check Also

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ট্রেইনি চিকিৎসকদের

ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করলে সরকারের পক্ষ থেকে আগামী বছরের জুলাই থেকে ভাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।