- লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে গাছের ডাল ভেঙে মো: আবু তাহের (৪৯) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কালামা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মো: আবু তাহের একই এলাকার বাসিন্দা। তিনি পেশায় রিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে লালমোহনে হালকা ও মাঝারি বাতাস শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের রিকশাচালক আবু তাহের শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ সময় হঠাৎ ঘরের পাশের গাছের বড় একটি ডাল ভেঙে তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে রাতেই তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘট্নার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান নয়া দিগন্তকে জানান, নিহত রিকশাচালকের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে।