সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে যুবকের মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি:    ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ডুবে হাদিউজ্জামান নামে এক জেলের মৃত্যু হয়েছে। মৃত ওই জেলের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে পোনা মাছ ধরতে গিয়ে ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীর চর চান্দিয়ার বাইরে চর এলাকায় জোয়ারের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।উপকূলীয় সোনাগাজী উপজেলার চরচান্দিয়ায় বাহিরের চরের ছোট ফেনী নদীতে থেকে রাত সাড়ে ১০টার দিকে ওই জেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ছোট ফেনী নদীর বাইরের চরে ১০ থেকে ১২ জন জেলে মাছের পোনা ধরতে যায়। অন্যদিনের থেকে ৪-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে অন্যরা বাঁচতে পারলেও হাদিউজ্জামান নদীর পানিতে তলিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, মৃত হাদিউজ্জামান মৌসুমি জেলে। গলদা চিংড়ির পোনা ধরতে আসেন সোনাগাজী অঞ্চলে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউপি আবুল কাশেম মোড়ল আব্দুল হাদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

পহেলা এপ্রিল সুন্দরবনে শুরু হলো মধু আহরণ মৌসুম

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): পহেলা এপ্রিল থেকে শুরু হলো সুন্দরবনের মধু আহরণ মৌসুম। এবার ঈদের কারনে মৌসুমের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।