ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সুন্দরবনে মিষ্টি পানির পুকুরে লবণ পানি

বিশেষ প্রতিনিধি \ সুন্দরবন নিজের বুক পেতে দিয়ে দক্ষিণ জনপদকে সকল প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করলেও এবারে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও তীব্র জোয়ারের পানিতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে বন বিভাগীয় সূত্রে জানা গেছে।পশ্চিম সুন্দরবনের গহীনে ৫৪ টি মিঠা পানির পুকুরের মধ্যে ৫৩ টিতে ঘূর্ণিঝড় ইয়াসের সৃষ্ট জলোচ্ছ্বাসে লবণ পানি প্রবেশ করেছে। এতে বন্যপ্রাণী ও বন কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক সুপেয় পানির সঙ্কট দেখা দিয়েছে। বনের রয়েল বেঙ্গল টাইগার, মায়াবী হরিণসহ বন্যপ্রাণীরা সুপেয় পানির চাহিদা মেটাতো এসব পুকুর থেকে। সুন্দরবন পশ্চিম বন বিভাগ সূত্রে জানাযায়, সুন্দরবনে বন্যপ্রাণীর একমাত্র সুপেয় পানির উৎস ছিল মিঠা পানির পুকুর। ঘূর্ণিঝড় ইয়াসের সৃষ্ট জলোচ্ছ্বাসে পশ্চিম সুন্দরবনের ৫৪ টি সুপেয় পানির পুকুরের মধ্যে ৫৩ টি ডুবে গেছে। সাতক্ষীরা রেঞ্জের মাত্র একটি পুকুরে পানি ঢুকেনি। পুকুরে নোনা পানি ঢুকে যাওয়ায় বন্যপ্রাণীরা সুপেয় পানির অভাবে পড়ে যাবে। প্রবল বাতাসে প্রায় ১১টি জেটি ভেঙে গেছে। কয়রা ও বজবোজায় দুটি কাঠের অফিস ভেঙে গেছে। জেটি থেকে উঠে অফিসে যাওয়ার প্রায় ৩০ ফুট মাটির রাস্তা জলোচ্ছ্বাসের পানিতে ধুয়ে গেছে। রাস্তাগুলো আবার করতে হবে। কোনো বন্যপ্রাণী মারা যাওয়ার খবর এখনও পাওয়া যায়নি। গাছ-গাছালির ক্ষয়ক্ষতি কম হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে কোথাও ৭ ফুট কোথাও ৮ ফুট বেশি জোয়ারের পানি উঠেছে। বন বিভাগ সুন্দরবনকে দুইটি অংশে ভাগ করেছে, সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও সুন্দরবন পূর্ব বন বিভাগ। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সদর দপ্তর খুলনায় এবং সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর দপ্তর বাগেরহাটে অবস্থিত। সাতক্ষীরার বিস্তীর্ণ সুন্দরবন অঞ্চল সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতায়। গত বুধবার সুপার সাইক্লোন ইয়াসের প্রভাবে পশ্চিম সুন্দরবনের নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় ৭ থেকে ৮ ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে। সুন্দরবন সংলগ্ন শিবসা, কপোতাক্ষ, চুনা, খোলপেটুয়া, মোংলা সহ প্রায় সব নদীতেই পানি বৃদ্ধি পায়। এ কারণে বন্যপ্রাণীদের জন্য সংরক্ষিত সুন্দরবনের পুকুরগুলি অস্বাভাবিক জোয়ারের তীব্রতায় লবণ পানিতে সয়লাব হয়ে গেছে, মিষ্টি পানির সংকটে পড়েছে বন্যপ্রাণীরা। মিষ্টি পানির সংকট কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।