বিলাল মাহিনী / অভয়নগর যশোর :
যশোরের অভয়নগর উপজেলার শিল্প শহর নওয়াপাড়ার একটি ফার্ণিচারের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ওই কারখানার প্রস্তুতকৃত ফার্ণিচার ও দামী কাঠ পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার রাতে নওয়াপাড়া কলেজ সংলগ্ন তিন রাস্তার মোড়ে মেসার্স মুস্তাফিজ টিম্বারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় নওয়াপড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক ধারণা মতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে মুস্তাফিজ টিম্বারের মালিক মুস্তাফিজুর রহমান জানান, ব্যবসার পুজিঁ ৫ লক্ষ টাকা, বিভিন্ন ফার্ণিচারের অর্ডারের ২ লক্ষ টাকা ও ব্যাংক থেকে তিনি ৩ লক্ষ টাকা ঋণ নিয়ে তিনি ব্যাবসা পরিচালনা করছিলেন।
আগুনে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার প্রস্তুতকৃত ফার্ণিচার ও কাঠ পুড়ে ছাই হয়ে গেছে। তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।