স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সহ বার অঞ্চলের জেলার জেলা প্রশাসককে বদলি করা হয়েছে। সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে মোহাম্মাদ হুমায়ুন কবিরকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চব্বিশ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পূর্বে তিনি পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন। সাতক্ষীরার বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে উপসচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন উপসচিব শাহীন আরা বেগম পিএএ ও উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত পৃথক পৃথক পরিপত্রে উভয় বদলি ও নিয়োগ বিষয়টি নিশ্চিত করেছে।
দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোরে ডিসি নিয়োগ দিয়ে সোমবার (৩১ মে) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করছেন মোহাম্মদ হুমায়ুন কবির।
এর আগে তিনি পরিকল্পনা মন্ত্রি এম এ মান্নআনের একান্ত সচীব ছিলেন।