বাড়ির কোনে জামরুল গাছে
ঝুলছে রঙিন মালাই
নেইকো মালির পাহারা সেথা
খাচ্ছে দ্যাখো সবাই।।
জাম গাছেতে কালো জামের
বসছে দারুন মেলা,
কেউবা ঢিলে কেউবা গাছে
ভরছে কোরচ ঝোলা।।
কাঁঠাল পাকার গন্ধে রাতে
শিয়ালের নেই ঘুম,
পুকুর ধারে ঝুলছে পেকে
শীষ ভরা আমঝুম।।
আমের বুকে হরেক পোকা
নিচ্ছে মধু চুষে,
যে বাড়িতে নিচ্ছি কিছু
দিচ্ছে গালি কষে।।
বেজায় তৃষ্ণা মিটছে যখন
নিচ্ছি গালে শসা,
ডিম দেবে তাই শালিক পাখি
গড়ছে তাদের বাসা।।
ফাহিম বাবু ঘুড়ি ওড়ায়
দিন দুপুর নেই মানা!
বলছি বাপু আয় ফিরে আয়
আসবেরে জ্বর মামা।।