নকশা অনুযায়ী প্রাণ সায়ের খাল খনন করতে হবে

প্রাণ সায়ের খাল সাতক্ষীরার ঐতিহ্য ও শহরবাসীর প্রাণ। খাল খননের নামে কোন অনিয়ম সর্য্যকরা হবে না। খাল খননের কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। খাল খননের নামে ব্যবসায়ীদের দোকান পাট ভেঙ্গে অর্থনৈতিক চরম অবস্থায় ফেলেছে। খালের দুইধারে কাঁদা উঠিয়ে দিয়ে খনন করছে বলে শহরবাসীর সাথে তামাশা করা হচ্ছে। সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে সাতক্ষীরার উপকুল অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবী ও প্রাণ সায়ের খাল খননে অনিয়মের প্রতিবাদে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে বক্তারা আরো বলেন সিডিউল অনুযায়ী প্রাণ সায়ের খাল খনন না করে যেনতেন ভাবে খাল খনন করে খালের বরাদ্ধকৃত অর্থ লুটপাট করেছে খনন কাজের সাথে সংশ্লিষ্ট প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তারা। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে জনগনের কল্যানে কাজ করে। তাদের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করা। সরকার প্রতিবছর সাতক্ষীরা উপকূল অঞ্চলের বেড়িবাঁধ নির্মানের জন্য বিপুল পরিমান অর্থ বরাদ্ধ দেয়। সেই টাকা কর্মকর্তারা সঠিক ভাবে বাঁধের কাজে না লাগিয়ে নিজেদের পকেটে ভরে। ফলে প্রতিবছর উপকূলের মানুষের নদী ভাঙ্গনের কবলে পড়তে হয়। দূর্বিসহ হয়ে পড়ে পরিবার পরিজন নিয়ে তাদের মানবেতর জীবন যাপন করতে হয়। কিছু জনপ্রতিনিধি ও কর্মকর্তারা চায় বারবার নদী ভাঙ্গন সৃষ্টি হোক। আর মন্ত্রণালয়ের বরাদ্ধ নিয়ে ভাগ বাটারা করে কাজ হয়েছে বলে জানান দেন। সে কারনে তারা সঠিক ভাবে বাধ দেয় না। এসকল অর্থ আত্মসাতকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বক্তারা আরো বলেন, উপকূলের বানবাসী হাজার হাজার পরিবার এখন বসতভিটা ছেড়ে শহরের উদ্দেশ্যে ছুটছে। বানভাসী মানুষ সিডর থেকে বার বার দাবি করে আসছে স্থায়ী টেকসই বেড়িবাঁধের। ঘুর্ণিঝড় আইলা, ফনি, বুলবুল, আম্পান গেলকিন্তু উপ কুলের মানুষের দাবি পুরন হল না। রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা বারবার বানভাসীদের আশার বানী শুনালেন। আজ পর্যন্ত উপকূলবাসী আশার আলো দেখলনা। সাতক্ষীরার প্রাণ রক্ষা করতে হলে এজেলার নদ নদী, খাল রক্ষা করতে হবে। বক্তারা আরো বলেন, সাতক্ষীরা উপকূলে স্থায়ী টেকসই বেড়িবাঁধের জন্য বাংলাদেশ সেনা বাহিনী, নৌবাহিনী প্রশাসনের কর্মকর্তা ও সুশিল সমাজের নেতৃবৃন্দরে সমন্বয়ে বেড়িবাঁধের কাজ করতে হবে। স্থায়ী টেকসই বেড়িবাঁধ সাতক্ষীরা মানুষের পাওয়ার অধিকার। কারন এ জেলা থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা সরকারের রাজস্ব দেওয়া হয়। তবে কেন সাতক্ষীরা বাসি তাদের ন্যার্য অধিকার থেকে বঞ্চিত হবে। বক্তারা আরো বলেন জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটি তখন রাজপথে নামে যখন মানুষের অধিকার বঞ্চিত হয়। সাতক্ষীরা প্রাণ সায়ের খাল নকশা অনুযায়ী খনন ও উপকুল অঞ্চলে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মানের জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটি। এসময় বক্তব্য রাখেন উন্নয়ন সমন্বয় কমিটির সিনি: সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সহ-সভা পতি সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, অধ্যাপক মোজাম্মেল হোসেন, ফারহা দিবা খান সাথী, উপদেষ্টা এড. আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোস্না আরা, কামরুজ্জামান রাসেল, ফরিদা আক্তার বিউটি, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সদস্য ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, বীর মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, কাউন্সিলর শফিকুল আলম বাবু,মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, মিজানুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, যুগ্ম সম্পাদক শেখ মইনুর রশিদ, রেবেকা সলতানা, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য শেখ তৌহিদুর রহমান ডাবলু, এনছান বাহার বুলবুল, মীরতাজুল ইসলাম রিপন, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাষ্টার রফিকুল ইসলাম, আমিরূল ইসলাম, এসএম আবুল কালাম (সাংবাদিক), প্রভাষক কামরুজ্জামান, সুলতান নাসির উদ্দীন, মোঃ আশরাফ উদ্দীন, আবু জাফর সিদ্দীক, গাজী আবুল কাশেম, কাজী মনিরুজ্জামান মুকুল, আক্তারুজ্জামান মুকুল, আলহাজ্ব আব্দুল গফফার, মনিরুজ্জামান, অধ্যাপক রেজাউল করিম সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।