সাতক্ষীরায় এক যুবককে কুপিয়ে হত্যা

দেবহাটা : দেবহাটায় আশিক হাসান জুয়েল (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূবৃর্ত্তরা। বুধবার রাত ৮টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা স্থানীয়দের। নিহত জুয়েল দেবহাটা সদরের পোস্ট অফিস সংলগ্ন মৃত আনিছুর রহমানের ছেলে। রাত ৯টার দিকে তার পরিবারের লোকজন বাড়ীর পিছনের একটি পুকুরে জুয়েলের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে জুয়েলের লাশ উদ্ধার করে। তার মাথায় ও মুখমন্ডলে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। নিহতের স্বজনরা জানান, জুয়েলের একটি শিশুপুত্র রেখে প্রায় বছর খানেক আগে তার স্ত্রী অন্যত্র বিয়ে করে সংসার ছেড়ে চলে যায়। সেই থেকে মনমরা হয়ে থাকতো জুয়েল। প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর থেকে বেশ রাত পর্যন্ত সে বাড়ীর পাশে পুকুর পাড়ে বসে সময় কাটাতো। বুধবার সন্ধ্যার পরও সে পুকুর পাড়ে যায়। কিন্তু তার ফিরতে দেরী হওয়াতে পরিবারের লোকজন তাকে খুজতে গিয়ে পুকুরের সিড়িতে রক্ত পড়ে থাকতে দেখেন। রক্তের দাগ অনুসরণ করে একপর্যায়ে তারা পুকুরের মধ্যে জুয়েলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পূর্ব শত্রুতার জেরে কে বা কারা জুয়েলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে বলে ধারনা তার পরিবারের।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের লাশ উদ্ধার করেছি। লাশের মাথার কয়েকটি স্থানে বড় ধরনের কাটা দাগ রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে। পাশাপাশি এঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।