সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে একদিনে করোনা আক্রান্ত ২৯ জন

 আজিজুল ইসলাম ভোমরা প্রতিনিধি:সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২৯ জন। করোনার এমন সংক্রমণ বৃদ্ধির মধ্যে ভারত থেকে পণ্যবাহী ট্রাক চালকদের শরীরের তাপমাত্রা পরীক্ষার ছাড়াই বন্দরে প্রবেশ করতে দেখা গেছে। তবে বন্দরের বাইরে অবৈধ পথে যাতে কোনো বাংলাদেশি প্রবেশ করতে না পারে, সেজন্য টহল জোরদার করেছে বিজিবি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয়দের নজরদারিতে নিয়োগকৃত নিরাপত্তা রক্ষী ইপিবিএনকে লিখিতভাবে জানানো হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভোমরা স্থলবন্দর এলাকার ৯৪ জনের করোনা পরীক্ষা করে ২৯ জনের পজিটিভ এসেছে। এরমধ্যে ১২ জন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগী রয়েছে। বর্তমানে ৪০ জন করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে আইসিইউতে ৩ জন ভর্তি রয়েছে। এছাড়া সদর হাসপাতালে ২০ জনসহ স্থানীয় তিনটি বেসরকারি হাসপাতালে ৭০ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে। এই আশঙ্কাজনক হারে বৃদ্ধির পরেও সাতক্ষীরা ভোমরা বন্দরে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অবাধে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় চালকরা। ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের কোনো চালক করোনা টিকা নেয়নি বলে জানিয়েছেন ভারতীয় চালকরা। ভোমরা বন্দরে শুধু তাদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এই চালকরা বন্দরের অবাধে ঘোরাফেরা করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশি শ্রমিকরা। আশঙ্কা প্রকাশ করে স্থানীয় জনপ্রতিনিধি সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Seen by Azizul at May 13, 2021 at 7:22 AM

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।