সাতক্ষীরায় চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ: লকডাউনের আজ তৃতীয় দিন

সাতক্ষীরা প্রতিনিধি:  করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সাতক্ষীরা জেলায় সাতদিনের লকডাউনের আজ তৃতীয় দিন।সকাল থেকে লকডাউনের বাধা নিষেধের কারণে শহরে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে মাস্ক। সব গণপরিবহন বন্ধ রয়েছে।   তবে অন্যদিনের তুলনায় আজ সড়কে জনগণের উপুস্থিতি ছিল বেশি ।

নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ রয়েছে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লকডাউনের মধ্যে ওষুধের দোকান, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ক্লিনিক, বিদ্যুৎ জ্বালানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা রয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে খুলনা ও যশোর যাতায়াতের পথ বন্ধ রাখা হয়েছে।

ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখা হয়েছে। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে স্বাস্থ্যবিধি লংঘন করে

খোলামেলা ঘুরতে না পারেন সেজন্য পুলিশ ও বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবির সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, অবৈধ যাতায়াত রোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসা তিনজনকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে এবং পারিবারিক ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৩৭১ জন

চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত

https://youtu.be/XLW1zg14J44

সাতক্ষীরায় আল্লাহর গজব শুরু 

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।