শ্যামনগর প্রতিনিধি: অবৈধভাবে গড়ে তোলা ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ভাটা মালিক আইয়ুব আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পোড়ানোর অপেক্ষায় রাখা প্রায় এক লাখ ইট গুড়িয়ে দেয়।
ঘটনাটি ঘটে বুধবার দুপুরের দিকে শ্যামনগর উপজেলার সিরাজপুর গ্রামের দীঘির পাড় এলাকায়। অবৈধভাবে পরিচালিত ঐ ইট ভাটার মালিক আইয়ুব আলী আবুল কাশেম গাজীর ছেলে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায় অবৈধভাবে নির্মিত ভাটাতে ইট পোড়ানোর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে পোড়ানোর জন্য প্রস্তুত করা ইটসমুহ ধ্বংস করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া এমনভাবে ভাটা পরিচালনার অভিযোগে আইয়ুব আলীকে তিন মাসের কারাদন্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ, পুলিশের সহকারী উপ-পরিদর্শক মনির হোসেনসহ কালিগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যগন।