স্টাফ রিপোর্টারঃ
‘সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ’ এ স্লোগানকে সামনে নিয়ে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) খুলনা ও যশোর অঞ্চলের দিনব্যাপি কর্মশালা সম্পন্ন হয়েছে।
আজ সকাল ৭:৩০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খুলনা সংস্কৃতি কেন্দ্রের এক মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগের ১০ টি জেলার বিভিন্ন শিল্পীগোষ্ঠী থেকে প্রায় অর্ধশতাধিক সংগীত এবং নাট্যকর্মীর অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সসাসের শিশু-কিশোর সম্পাদক মোশাররফ মুন্না’র পরিচালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংস্কৃতিক সংগঠন, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর নির্বাহী পরিচালক মামুন হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সহকারী নির্বাহী পরিচালক রেজাউল ইসলাম, টাইফুন শিল্পীগোষ্ঠী ও প্রত্যাশা সাংস্কৃতিক সংসদ এর চেয়ারম্যান মুশাররফ আনসারী, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ এহসানুল কবির, টাইফুনের সাবেক পরিচালক আবদুলাহ আল কাফি।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী মাসুদ রানা এবং তরুণ নাট্যকার, স্ক্রিপ্ট রাইটার ও নাট্য নির্দেশক এম সকাল।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টাইফুন শিল্পীগোষ্ঠী ও তরঙ্গ শিল্পীগোষ্ঠী পরিচালক ডিএম যুবায়ের ও রাশেদুল ইসলাম প্রমুখ।