বিলাল মাহিনী (অভয়নগর)যশোর,প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে ক্রমাগত করোনা পরিস্থিতির অবন্নতি হওয়ায় বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন শুরু হবে।
মঙ্গলবার জেলা প্রসাশকের দপ্তরে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এক সাক্ষাতকারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জানান, লকডাউনের আকার হবে গত বছরের ন্যায় নিত্য প্রয়োজনীয় পন্যে ও ঔষুদের দোকান ছাড়া প্রায় সকল দোকানপাট বন্ধ থাকবে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত মঙ্গল ও বুধবার মিলে নতুন করে ১৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। সবমিলে এ উপজেলায় ৬৮৮ জন রোগী সনাক্ত হলো। বর্তমানে ৭০ জন চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ২০ জন। বাকীরা সুস্থ্য হয়েছেন।
এসব বিবেচনায় আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি থাকবে।
মূলত করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট দেখা দেয়া এবং সীমান্ত জেলা হওয়ায় বর্ডার পারাপারে অধিক সতর্কতার জন্য ও সংক্রমণ ঠেকাতে এমন কঠোর লকডাউন দেয়া হয়েছে বলে জানা গেছে।