আমি হতে চাই সত্য
যা চির অনন্ত.
আমি হতে চাই সেই প্রেম
যেখানে ভালোবাসা অফুরন্ত
আমি হতে চাই সেই নব কণ্ঠ
যা বয়ে আনে নতুন দিগন্ত
হতে চাই আমি দুঃখিনী মায়ের কাজল
যা দু’ফোটা অশ্রুতে হয় নিঃসম্বল।
আমি হতে চাই ক্লান্ত বাবার
আশার শেষ ভরসা
আমি হতে চাই দূরাশের সূর্য
যার আলোয় আলোকিত হবে মহাবিশ্ব
আমি হতে চাই পথহারা
পথিকের নব দিশা
আমি হতে চাই নীড় হারা পাখির
নীড়-আশ্রায়
Check Also
সাতক্ষীরায় বিজিবির অভিযানে দশ লাখ টাকার মালামাল আটক
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় দশ লক্ষ টাকার …