শ্যামনগরে করোনায় মৃত হিন্দু ব্যক্তির সমাধি করলো সিডিও’র মুসলিম সদস্যরা

শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গৌরিপুর গ্রামের বিধান চন্দ্র মন্ডল (৩৭) এর সৎকার করলেন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সিডিওর মুসলিম স্বেচ্ছাসেবকরা। বাংলাদেশ অসাম্প্রদায়িক ভ্রাতৃপ্রেমী দেশ সেটি এই সমাধি কাজের মাধ্যমে দেখালেন যুবরা। ঘটনা সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে গত কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন বিধান চন্দ্র মন্ডল। তার অবস্থার অবনতি হওয়ায় বধুবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে দেখার কেউ না থাকায় চিকিৎসাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ নিয়ে রাতে বাড়িতে ফিরে আসে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। গত বৃহস্পতিবার বিকালে তীব্র শাসকষ্ট শুরু হলে তার মৃত্যু হয়। বিধান চন্দ্র মন্ডল উপজেলার গৌরিপুর গ্রামের মৃত কালিপদ মন্ডলের পুত্র। তার স্ত্রী, আট ও দুই বছর বয়সী দুইটি কন্যা সন্তান রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ১৬ ঘন্টা পেরিয়ে গেলেও তার সৎকার কাজে তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ এগিয়ে না আসলেও তার সমাধি কাজ সমাপ্তি করেছে উপজেলার যুব সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ। বাংলাদেশ হিন্দু যুব পরিষদ জেলার সাধারণ সম্পাদক মৃত ব্যক্তির সৎকার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী’র সাথে কথা বললে তিনি সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক’র সাথে যোগাযোগ করার কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন। একই সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন সিডিওর প্রতিষ্টাতা পরিচালককে অবহিত করলে তারা সমাধি করার জন্য প্রস্তুতি নেন এবং সমাধি করেন। সিডিও ইয়ুথ টিমের পরিচালক গাজী আল ইমরান এর নেতৃত্বে এসময় এই কাজে সরাসরি সহযোগিতা করেন সিডিও ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদর ইউনিটের সভাপতি আনিসুর রহমান মিলন, সদস্য জামাল বাদশা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আমিনুর রহমান বকুল। সংগঠনটির এই মানবিক কাজ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছে সংগঠনটি।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।