নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকূপি গ্রামের শাহাবুদ্দীন বিশ্বাসের ছেলে হযরত আলী বিশ্বাস (২০) বিয়ে ছাড়াই পুত্র সন্তানের বাবা হয়েছেন-এমন অভিযোগে পুলিশ তাকে গেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, ওই গ্রামের ১৪ বছর বয়সী এক কুমারী মেয়ের সাথে বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হযরত আলী (২০)। এক পর্যায়ে সেই সম্পর্ক শারীরিক সম্পর্কে রূপ নেয়। অন্ত:সত্ত্বা হয়ে পড়েন ওই কিশোরী।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মেয়ের বাড়িতে ৭ মাসের সন্তানটি নষ্ট করতে গেলে পাটকেলঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাতে-নাতে ধরে ফেলে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে একটি ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।
তৈলকূপী গ্রামের ওয়ার্ড মেম্বর আব্দুল হামিদ ও মহিলা মেম্বর মোমতাজ বেগম বলেন, ঘটনাটি জানতে পেরে উভয় পক্ষকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ছেলে পক্ষ রাজি হয়নি।
এবিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহেদ মুর্শেদ ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্তান নষ্ট করার সময় হাতেনাতে ধরি। পরবর্তীতে মেয়ের পিতার অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুর ৩টার দিকে হযরত আলীকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …