লকডাউনের মধ্যে সাতক্ষীরায় অবৈধ পথে আসা রোহিঙ্গাসহ ২ নারী আটক

ক্রাইমবাতা রিপোট:   জেলাব্যাপী লকডাউনের মধ্যেও পাসপোর্ট ছাড়াই চোরাইপথে বাংলাদেশে ফিরে আসার সময় একজন রোহিঙ্গা ও দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোরে সাতক্ষীরার ভোমরা ও তলুইগাছা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রোহিঙ্গা সদস্য ওমর ফারুক (২০), যশোরের মোছা. সোনিয়া (২২) ও দেবহাটার মোছা. তাসলিমা খাতুন (৩০)।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, তারা অবৈধভাবে ভারত থেকে ফিরছিলেন। এ সময় বিজিবির টহল দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।