সাতক্ষীরায় পৃথক অভিযানে মাদকসহ ২ জন গ্রেপ্তার

ইলিয়াস:  র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের পৃথক তিনটি অভিযানে মাদকসহ ৩ জন এবং গ্রেপ্তারী পরোয়ানার আরো ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন এবং এএসপি মোঃ মাহবুব-উল-আলম এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা কোম্পানির সদস্যরা সোমবার বিভিন্ন সময়ে এসব অভিযান পরিচালনা করে।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী সদর দপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১ টা ৫০ মিনিটের সময় কলারোয়া থানার বসন্তপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩০০ গ্রাম গাজাসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো কলারোয়ার ওফাপুর দফাদার পাড়ার মোজাম দফাদারের ছেলে মোঃ নাহিদ হাসান (১৯), মোঃ ইউনুছ গাজীর ছেলে মোঃ আশিকুর রহমান আশিক(১৯) এবং বাকশা গ্রামের তাতিপাড়ার হাসান মন্ডলের ছেলে আবু তালেব মন্ডল (২১)।

তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়েছে। মামলা নং-২৬, তারিখ ১৪/০৬/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১৯(ক)/৪১ ধারা।

অপরদিকে সোমবার রাত সাড়ে ৭টায় শ্যামনগর থানার হাওয়লডাঙ্গী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় হাওয়ালডাঙ্গী গ্রামের মোঃ হামেদ গাজীর ছেলে মোঃ আনারুল গাজী (৩২) কে। সে শ্যামনগর থানার মামলা নং-৮, তারিখঃ ০৬/০৭/২০১৯, ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৩৫৪/৫০৬/১১৪ পেনাল কোড এর ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী।

এদিকে সোমবার রাত ১২ টা ৪০ মিনিটের সময় শ্যামনগর থানার শ্রীফলকাটি এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় আটক করা হয়, শ্রীফলকাটি গ্রামের মৃত. মনোহর গাজীর ছেলে কামাল গাজী (৫০ কে। কামাল গাজী জিআর-২০৩/১১, ধারাঃ ১৪৩/৪৪৮/৩২৩/৩৮০/৪২৭ পেনাল কোড এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।