সাতক্ষীরায় করোনায় আরো ৪ জনের মৃত্যু: শনাক্ত ৫৩.১৯ শতাংশ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৪জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে ৩জন ও বুশরা ক্লিনিকে ১জন। মঙ্গলবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও ৬টি ক্লিনিকে ৩৩৪জন করোনা রোগি চিকিৎসাধীন ছিল।

গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরিক্ষা করে ১০০ জন পজিটিভ এসেছে। যার আক্রান্তের হার ৫৩ দশমিক ১৯ শতাংশ। এপর্যন্ত জেলায় করোনা পজিটিভ মৃত্যু হয়েছে ৫৫জন ও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ২৫২ জনের মৃত্যু হয়েছে। জেলায় এপর্যন্ত করোনা পজিটিভ সনাক্ত হয়েছে ২হাজার ৬১১জন।

সীমান্ত জেলা সাতক্ষীরায় টানা লকডাউনের ১২দিনেও করোনা সনাক্তের হার উর্দ্ধগতি। ঢিলেঢালা লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকলেও কর্মতৎপরতা কম।
বৈরি আবহাওয়ায় ছোট ছোট যানবাহন ও মানুষ রাস্তায় দেখা গেছে। ত্রাণ তৎপরতা না থাকায় পেটের দায়ে দরিদ্র শ্রেণির মানুষ পথে নামতে বাধ্য হচ্ছে।

Check Also

নতুন বাংলাদেশে সুযোগ দেখছে ইসলামিক চরমপন্থীরাও, বলছে নিউইয়র্ক টাইমস

গেল আগস্টে গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার উত্থানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।