সাতক্ষীরায় মৃত্যুকে আলিঙ্গন করলেন সাবেক ছাত্র নেতা

নিজস্ব প্রতিনিধি: নিজের ফেসবুক পেজের প্রোফাইল ফটো ও নামের নিচে এখনো লেখা আছে- ‘আমি মাহমুদ যে প্রতি মুহূর্তে মৃত্যুকে স্মরণ করি।’ লেখার মতোই মৃত্যুকে শুধু স্মরণ নয়, আলিঙ্গন করলেন তিনি। এই ফেসবুক প্রোফাইলটি যার তিনি মাহমুদ হাসান। বয়স ৩১/৩২ বছরের মতো। বেসরকারি ঔষধ কোম্পানি একমি (এগ্রোভেট) এর মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন কলারোয়ায়। ছাত্র জীবনে তিনি ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলেন বলে সূত্র জানায়। তার মত এক জন ভাল মানুষ আসলে খুজে পাওয়া কঠিন বলে মনে করেন তার বন্ধুরা।

বৃহস্পতিবার (১৭জুন) ভোর ৬টার দিকে স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয় তার (ইন্না..রাজিউন)।

মাহমুদ হাসান সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের শহিদুল ইসলামের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ বছরের এক মেয়ে ও মাস চারেক বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন।

কর্মসূত্রের কারণে তিনি কলারোয়া সরকারি কলেজের পশ্চিম পাশে গদখালীর একটি ভাড়া বাসায় পরিবারসহ থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে কলারোয়া পশু হাসপাতাল মোড়ের ইসলামীয়া ফার্মেসীর সত্বাধিকারী নিয়ামুল হাফিজ মিল্টন জানান, ‘মাহমুদ খুব নম্র ও ভদ্র স্বভাবের ছিলো। ভোরে হঠাৎ স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লাশ গ্রামের বাড়ি আশাশুনিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে
রাতে মরহুমকে দাফন করার কথা।’

আরেক ফার্মাসির সত্বাধিকারী সাংবাদিক মুজাহিদুল ইসলাম বলেন, ‘মাহমুদ খুব ভাল মনের মানুষ ছিলেন, সবার সাথে মিশতেন। তার আকষ্মিক মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি।’

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, একমির মার্কেটিং অফিসার মাহমুদ হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কলারোয়া ঔষধের দোকান ব্যবসায়ী, বিভিন্ন ঔষধ কোম্পানিতে চাকরিরতরাসহ পরিচিত জনেরা।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।