নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার বিদায়ী জেলা প্রশাসক ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র সভাপতি এস এম মোস্তফা কামালের বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র আয়োজনে লাইব্রেরির পাঠ কক্ষে লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল’র নেতৃত্বে ও সঞ্চালনায় এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিদায়ী জেলা প্রশাসক ও লাইব্রেরির সভাপতিকে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপন্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু ও বরুণ ব্যাণার্জী প্রমুখ। এসময় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …