সাতক্ষীরায় আজ আরো ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকে গত ২৪ ঘন্টায় ৪জনের মৃত্যু হয়েছে, এরমধ্যে ১জন পজিটিভ। ২৪ ঘন্টায় ১১৬ জনের নমুনা পরিক্ষায় ৫০জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৪৩.১ শতাংশ। বর্তমানে মেডিকেল হাসপাতাল ও ক্লিনিকে ২৭১জন চিকিৎসা গ্রহণের বিপরিতে পজিটিভ রয়েছে ৩৪ জন।

এছাড়া হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৭৮৬জন। জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৯০৪ জন। মোট পজিটিভ মৃত্যু ৬১ ও উপসর্গ মৃত্যু ২৭৩ জন।

সাতক্ষীরায় টানা ৩সপ্তাহ লকডাউন এর আজ তৃতীয় দিন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় থাকলেও নানা অজুহাতে মানুষ বাইরে বের হচ্ছে ও ছোট ছোট যানবাহন চলছে। তাদেরকে আটকের পর ছেড়েও দেয়া হচ্ছে। বিগত ২৬ এপ্রিল ২০২০ থেকে ৫জুন ২০২১ সাতক্ষীরায় করোনা আক্রান্তের হার ছিল ২০.২০ শতাংশ। সংক্রমনের হার কমাতে লকডাউন দিয়ে এই ১৮ দিনে সংক্রমণের বেড়ে হয়েছে ২৫.৯২ শতাংশ। অর্থাৎ মাত্র ১৮দিনে বেড়েছে ৫ দশমিক ৭২ শতাংশ।

অপরদিকে জেলা প্রশাসনের ১২৭টি মোবাইল কোর্টের ৬২৪টি মামলায় প্রায় ৬লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।