ভোর হতে হৃদয়ের আঙিনায় তুমি,
তোমায় ডেকে মরি স্বপনে আমি।
নির্জন দুপুরে তোমার গানে ভরে অন্তর, হৃদয় ছোঁয়া তান,
কবিতায় তোমার প্রতিধ্বনি শুনি জীবনের জয়গান।
এই অন্ধকারে তুমি জ্বালো মৃদু আলো,
ডাকি আমি তোমাকে-
বাসি আজো ভালো।
তোমার খোঁপায় ফুটে আছে অনন্তের শুভ্র ফুল,
কী আর চাওয়া থাকে পেলে ওই জুঁই বা বকুল !
বকুলের সুগন্ধে ভরে যায় জীবন,
সান্নিধ্য পেলে তোমার ভুলি নির্বাসন।
মিষ্টি কথা-গানে ভরে যায় বিষণ্ণ দুপুর,
তোমার চোখে দেখি ছায়াময় স্নিগ্ধ সুখীপুর।
সাগর ঢেউ বোনে বৃষ্টি ছুঁয়ে,
তোমার পলক গুনি আমি বুদ হয়ে।
শ্রাবণের উঠোনে আকাশ মেলে,
নকশীকাঁথা জড়াই তোমার কোলে।