সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:
যশোর জেলার অভয়নগর উপজেলায় করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে উপজেলা ব্যাপী চলছে কঠোর বিধি-নিষেধ। তারই ধারাবাহিকতায় যশোরের অভয়নগরে কঠোর-বিধিনিষেধের প্রথম ২ দিনে গতকাল ও আজ নওয়াপাড়া পৌর এলাকা ও উপজেলা ব্যাপী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তৎপরতায় সর্বত্র জনশূন্য হয়ে পড়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠে সর্বত্র কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ফাঁড়ি পুলিশ। উপজেলা প্রশাসন সর্বত্র ঘুরে পরিচালনা করছেন ভ্রাম্যমান আদালত এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এছাড়া শহরে প্রবেশের মূল সংযোগস্থলগুলোতে দেওয়া হয়েছে ব্যরিকেড। বিভিন্ন ইউনিয়নে অবস্থিত পুলিশ তদন্ত কেন্দ্র ও ফাঁড়ি পুলিশ বিভিন্ন হাটবাজারে টহল দিচ্ছেন এবং জনগণকে সচেতন করছেন। বেলা ১২ টার পর বিধিনিষেধের আওতামুক্ত দোকানপাট ছাড়া কোনো দোকান খুলতে দেয়া হচ্ছে না। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের ভূমিকার কারনে জনগণকে ঘরে অবস্থান করানো সম্ভব হচ্ছে বলে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আমিনুর রহমান জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও সাধারণ জনগণকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে এ অভিযান অব্যাহত থাকবে।