সাতক্ষীরায় নতুন জেলা প্রশাসকের পথচলা শুরু

পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। বুধবার (২৩ জুন) দুপুরের দিকে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। যোগদানের পর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জেলাবাসীর প্রতি শুভকামনা জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, “আমি মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা প্রশাসক, সাতক্ষীরা হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করলাম। জেলাবাসীর প্রতি শুভকামনা রইলো। সকলের সহযোগিতা কামনা করছি।”

 


বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব পদে যোগদান করবেন। এর আগে গত ৩১ মে (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা বদলি ও পদায়ন করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ২০১৮ সালের ৯ অক্টোবর সাতক্ষীরায় যোগদান করেন। তিনি গোপালগঞ্জের বাসিন্দা।
দায়িত্বভার হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসককে শুভেচ্ছা অভ্যর্থনা জানান ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। এছাড়া বিদায়ী ও নবাগত জেলা প্রশাসক শহরের খুলনা রোড়ের মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।