বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, গণমানুষের কল্যাণ ও মুক্তির জন্য দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল শনিবার আন্তজার্তিক মাদকবিরোধী দিবস উপলক্ষে এক অনলাইন আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল,সহকারী সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান,ডা.মাহমুদুর রহমান,এড. আব্দুস সুবহান মুকুল, নূরুল আফসারসহ অনেকে বক্তব্য রাখেন।
সেলিম উদ্দিন বলেন, দেশকে সমৃদ্ধ, আতœনির্ভরশীর ও কল্যাণরাষ্ট্রে পরিণত করতে যুবসমাজকে দায়িত্ব নিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশের ক্ষেত্রে যুবসমাজের জন্য পর্যাপ্ত বিনিয়োগ করা দরকার। যুবসমাজের মাঝে আল্লাহ ভীতি অর্জন করতে পারলে তারা মাদকের দিকে ধাবিত হবে না। একই সাথে এসব যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তারা মাদকের পিছনে দৌড়াবে না। প্রেসবিজ্ঞপ্তি।
Check Also
সাতক্ষীরায় ২০তম কবিতা উৎসবে সাম্যের সুর
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ২০তম কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কবিতা পরিষদ, সাতক্ষীরার আয়োজনে ২০ ডিসেম্বর সকাল …