আমার ইচ্ছা করে সেই
দিনে ফিরিয়া যাইতে।
যেই দিনেতে ,
আউশের ক্ষেত জলে ছিলো ভরে।
আম্রকাননে নতুন শালিক
আসিয়া ছিলো তার ভালোবাসার তরে।
সরিষার ক্ষেতে সূর্যের কিরণ লাগিত
যে ভোরে।
ধবলীরে লইয়া যাইতাম দূর বনে,
তমাল বৃক্ষের কাছে দাঁড়কাক ডাকিত
চাপাফুলের গন্ধে মনটা উঠিত নেচে ,
প্রভাত কালে খালের পাড়ে যাইতাম
হেঁসে খেলে ।ধলেশ্বরীর পাড়ে খেয়া থাকিত সারি
সারি ,
এপার ওপার যাইতাম মোরা কয়েক
বারি।
চৈত্র ভেজা দুপুরে যাইতাম ঘুড়ি
উড়াইতে ,
যাইতে খুবই ইচ্ছে করে
বালির চরে ফেলে আসা সেই সোনালী
দিনে।