সাতক্ষীরায় আরো ৯ জনের মৃত্যু

২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৫ নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৫৯ জনের করোনা পরিক্ষায় ৪৩ জন পজিটিভ এসেছে। যার আক্রান্তের হার ২৭ দশমিক ০৪ শতাংশ।

এদিকে মেডিকেল কলেজ হাসপাতাল ও ৬টি ক্লিনিকে উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসাধীন ৪১৫ জনের মধ্যে ৪১জন পজিটিভ রয়েছে। শুধু মেডিকেল কলেজ হাসপাতালেই ১৫০ বেডের বিপরিতে ২৮১ জন ভর্তি রয়েছে।

এরমধ্যে ২৭জন পজিটিভ। এছাড়া করোনা পজিটিভ হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৮২৩ জন। জেলায় এপর্যন্ত করোনা পজিটিভ ৬৩জন ও করোনা উপসর্গ নিয়ে ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩হাজার ২০৮ জন করোনা আক্রান্ত হয়েছে জেলায়।

এদিকে জেলায় টানা চতুর্থ দফার লকডাউন এর প্রথম দিন আজ। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতায় রাস্তায় তেমন কোন মানুষ ও ছোট যানবাহনও দেখা যাইনি। লকডাউন বাস্তবায়নে ২৪ ঘন্টায় ৭টি ভ্রাম্যমান আদালতের ৩৪টি মামলায় ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।