যশোরে নতুন করে করোণায় আক্রান্ত ২৮০

মোঃ রাসেল হোসেন, যশোর সদর প্রতিনিধিঃ

গত ২৪ ঘণ্টায় যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮০ জন এবং করোনায় দুইজন ও উপসর্গ সাতজনসহ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় যবিপ্রবিতে ৭০৮টি নমুনা পরীক্ষা করে ২১৭ জনের করোনা পজিটিভ হয়েছেন। ১৯০ জনের অ্যান্টিজেন পরীক্ষায় করোনা ধারা পড়েছে ৫৯ জনের। পাঁচজনের জিন অ্যাক্সপার্ট পরীক্ষায় চারজন করোনা শনাক্ত হয়েছেন।

এই নিয়ে যশোরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৭৮৭ জনে। জেলায় গত ২৪ ঘন্টায় যশোর সদরে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে ১৭৭ জন, এছাড়া কেশবপুরে ২০ জন, ঝিকরগাছায় ৩০ জন, অভয়নগরে ১৯ জন, মনিরামপুরে তিনজন, বাঘারপাড়ায় ছয়জন, শার্শায় ২০ জন এবং চৌগাছায় পাঁচজন।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।