হারিয়ে গেছে সেই ধূসর মাঠ
দাড়কাক, শকুন,চিল আর না আসে
ধু-ধু করে নদী কূল, নেই সেখানে
কাশফুল।
উঠানের পাশে ছোট ঘরে আজও
আছে ঢেকি
কর্মহীন সে,অবলা একা কি করি।
পাঠকাঠি, গোলপাতা আজ নাহি চিনি
নাহি জমে আড়ংয়ের দিন
জামরুল, হিজল আর বটের ছায়ায়।
হিম সন্ধ্যায় জোনাকি না আসে
ঝিঁঝিঁ পোকার গান নাহি ভাসে
সর্বত্র বাদ্যযন্তের হুংকার আসে ভেসে।
শীতের সকালে খেজুরের রস আর না
দেখি
সর্ব কর্মে আমরা এখন বিদেশী।।
Check Also
আব্দুর রহমান কলেজের বিধিবহির্ভূত এডহক কমিটি বাতিল চেয়ে আবেদন
সূত্র ঃ তারিখ ঃ ২০-১০-২০২৪ ইংবরাবরজেলা প্রশাসকসাতক্ষীরা। বিষয় ঃ বিধিবহির্ভূত এডহক কমিটি বাতিল প্রসঙ্গে। জনাব,যথা …