হারিয়ে গেছে সেই ধূসর মাঠ
দাড়কাক, শকুন,চিল আর না আসে
ধু-ধু করে নদী কূল, নেই সেখানে
কাশফুল।
উঠানের পাশে ছোট ঘরে আজও
আছে ঢেকি
কর্মহীন সে,অবলা একা কি করি।
পাঠকাঠি, গোলপাতা আজ নাহি চিনি
নাহি জমে আড়ংয়ের দিন
জামরুল, হিজল আর বটের ছায়ায়।
হিম সন্ধ্যায় জোনাকি না আসে
ঝিঁঝিঁ পোকার গান নাহি ভাসে
সর্বত্র বাদ্যযন্তের হুংকার আসে ভেসে।
শীতের সকালে খেজুরের রস আর না
দেখি
সর্ব কর্মে আমরা এখন বিদেশী।।
