চৌগাছায় আজও নতুন ২৫ জনের করোনা শনাক্ত

চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় আজও নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন করোনা শনাক্তরা হলেন, উপজেলার জগন্নাথপুর গ্রামের রুমা খাতুন (৪০), আড়ারদাহ গ্রামের শ্যামল (৩৫), সিংহঝুলির নুরুল ইসলাম (৭৫), পৌরসভার ব্র্যাক পাড়ার রিক্তা খাতুন (৩১), স্বরুপদাহের হুদাপুর গ্রামের নুরুল ইসলাম (৬৭), কয়ারপাড়ার শাহানারা পারভীন, বারুইহাটির টাইফুর বেগম (৫৪) একই গ্রামের ওসমান গণি (৬৮), কয়ারপাড়া গ্রামের মর্জিনা বেগম (৭৫), কালিগঞ্জের বারোবাজার গ্রামের আরআরএস রাবেয়া খাতুন (২৮), রঘুনাথপুর গ্রামের নাহার (২৬) ও সোহাগ (৩৬), সিংহঝুলির আক্তারুজ্জামান (৪০), পৌরসভার মডেলপাড়ার আলাউদ্দিন (৫৫), কংশারিপুর গ্রামের নিরঞ্জন (৭০), নারায়নপুরের মাজেদা বেগম (৬৫),রায়নগরের শাপলা (২৪) ও ফাতেমা খাতুন (৪৫), উজিরপুরের সোহাগ (৩৫), মন্মথপুরের রাসেল (৩৫),জগদীশপুরের নাজমা খাতুন (৩৩), ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউপির বাগডাঙ্গা গ্রামের নাসির (২৪), সিংহঝুলি ফুলি বেগম (৪২), পৌরসভার বাকপাড়া গ্রামের মেহরান হাসান জিতু (২০) ও আম্রকাননপাড়ার কাসেদ আলী (৫৫)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি জানান, ৩ ও ৪ জুলাইয়ের ৩৭টি নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৫ জুলাই পরীক্ষায় ২৩ জনের এবং ৫ জুলাইয়ের নমুনা হাসপাতালে র‌্যাপিড টেস্টে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।