কিশোর যুবকদের মাঝে ঐক্যবন্ধন চৌগাছা শাখার উদ্যোগে ফুটবল বিতরণ

মোঃ রাসেল হোসেন, যশোর(ভ্রাম্যমাণ) প্রতিনিধিঃ

“খেলা ধূলায় বাড়ে বল, মাদক,মোবাইল ছেড়ে খেলতে চল”এই স্লোগান কে সামনে রেখে ঐক্য-বন্ধন চৌগাছা শাখার আয়োজনে আজ স্থানীয় যুবক ও কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

আজ সকাল ১০টায় এই ফুটবল বিতরণ করা হয়।ঐক্যবন্ধনের এ আয়োজনে উপজেলা ছাত্রলীগ আর্থিক সহসয়তা করে।

এসময় উপস্থিত ছিলেন ঐক্য-বন্ধন চৌগাছা উপজেলা শাখার সদস্য মোঃ সোহাগ হোসেন (সৌরভ),রোমান আহমেদ,শুভ রহমানসহ নেতৃবৃন্দ। ছাত্রলীগের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের অন্যতম সহযোগি বিএম সাকিব হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে ঐক্যবন্ধনের সভাপতি মাহমুদ হাসান জানান,লকডাউনে যেসব যুবসমাজ মাদকসহ বিভিন্ন মোবাইলগেমে আসক্ত হয়ে পড়ছে তাদেরকে এ পথ থেকে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেয় ঐক্য-বন্ধনের এ আয়োজন।
উল্লেখ্য ঐক্যবন্ধন একটি সামাজিক সংগঠন।যেটি শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় পরিচালিত।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।