অভয়নগরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু একজনের

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:

যশোর জেলার অভয়নগর থানাধীন
নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কিবরিয়া হোসেনের মেয়ে জেসমিন আক্তার(৪৫) করোনা উপসর্গ নিয়ে গত ১০/০৭/২০২১ শনিবার রাত ১২টায় খুলনা সদর হাসপাতলে মৃত্যু হয়েছে। তার এক নিকট আত্মীয় জানায়, জেসমিন আক্তার জ্বর, সর্দি- কাশি নিয়ে প্রায় এক সপ্তাহ যাবত নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিস, কিডনি ও অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তার শ্বাসকষ্ট দেখা দিলে ওই দিন রাতে তাকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১২টায় তার মৃত্যু হয়।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ৪৪৫জন, বর্তমানে চিকিৎসাধীন রোগী আছে ৪১৯ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন এবং আশংকাজন ১০ জনকে অন্যত্র পাঠানো হয়েছে। বাকি রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।