অভয়নগরে ব্রীজ নির্মানে নিম্ন মানের সরঞ্জাম, বন্ধ নির্মান কাজ

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:

যশোর জেলার অভয়নগর উপজেলাধীন মাগুরা বাজারের প্রবেশ মুখে নির্মাণাধীন ব্রিজটি এলজিইডি দপ্তরকে না জানিয়ে নিম্নমানের সরঞ্জাম দিয়ে নির্মাণ করার অভিযোগে সম্প্রতি সরেজমিনে হাজির হয়ে ব্রিজের কিছু অংশ ভেঙ্গে দিয়েছেন উপজেলা এলজিইডি কর্মকর্তা শ্যামল কুমার।

তথ্যে প্রকাশ, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে জাকাউল্লাহ নামে একজন ঠিকাদার অভয়নগরের প্রেমবাগ থেকে মনিরামপুর অভিমুখী প্রধান সড়কের মাগুরা বাজারে প্রবেশ মূখের ব্রিজটি নির্মানের টেন্ডার পান।

প্রতিনিয়ত কয়েক হাজার মানুষের চলাচলের প্রধান সড়কটি প্রায় অচল হয়ে থাকায় জনদুর্ভোগ ছিল চরমে। গত মাসে ব্রিজটির মূল কাঠামো দন্ডায়মান হলে জনগন এবং ছোট যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এবং ব্রিজের বাকী কাজ চলমান থাকে। কিন্তু গত সপ্তাহে অভয়নগর উপজেলা এলজিইডি কর্মকর্তা শ্যামল কুমার স্ব-শরীরে উপস্থিত হয়ে ব্রিজটি পর্যবেক্ষণ করেন এবং একপর্যায়ে তিনি ব্রিজটির কিছু অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দিলে তাৎক্ষণিকভাবে ব্রিজটির রেলিংয়ের কিছু অংশ ভেঙ্গে চলমান কাজ বন্ধ রাখেন।

ব্রিজটির অংশ বিশেষ ভেঙ্গে ফেলার কারণ জানতে চাইলে তিনি বলেন, “উপজেলা এলজিইডি দপ্তরকে না জানিয়ে ঠিকাদার জাকাউল্লাহ নিম্নমানের সরঞ্জামাদি দিয়ে ব্রিজ নির্মানের কাজ চালিয়ে যাচ্ছিলেন, যে কারনে ব্রিজের কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়েছে এবং নীরিক্ষার পর বাকী অংশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঠিকাদারের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “অফিসিয়াল নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারকে বিষয়টি পত্র মারফত জানানো হয়েছে, শীঘ্রই পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। তবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ব্রিজ নির্মানের সকল কাজ বন্ধ থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কম্পিউটার অপারেটর দেবাশিষ দাস নান্টুর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানেন এবং এলজিইডি কর্মকর্তাকে তদারকির দায়িত্ব দিয়েছেন।

এদিকে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজ উদ্দিনের কাছে ব্রিজ সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, এলজিইডি কর্মকর্তা নিজে উপস্থিত থেকে ব্রিজটি ভেঙ্গে দিয়েছেন এবং চলমান কাজ স্থগিত রেখেছেন। এলাকাবাসীর ভাষ্য, ব্রিজ নির্মাণে ব্যবহৃত মালামাল অত্যন্ত নিম্নমানের। সঠিক তদন্ত ও যথাযথ নিরীক্ষার মাধ্যমে ব্রিজটি নির্মিত হলে এলাকাবাসী উপকৃত হবেন বলে সচেতন মহল অভিমত ব্যক্ত করেন।

এব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো: আমিনুর রহমান খান জানান, বিষয়টি সম্পর্কে আমাকে জানানো হয়েছে। নিম্ম মানের নির্মান সামগ্রী ব্যবহারের কারণে ব্রিজটির কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়েছে এবং কাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।