ভ্রম কাব্য _বিলাল মাহিনী

তোমায় দেখা ছিলো জীবনের সেরা ভুল
লেখা ছিলো অন্যায়-
কবিতায় তোমাকেই লিখতাম সারাদিন,
অন্ধের দুনিয়া দেখার আকুতির মতো
চেয়ে দেখতাম-
তোমার কাজল ভরা নয়ন
ভ্রমরের গায়ের মতো নিকোষ কালো।

পায়ে ছিল নূপুর, হাতে কাচের চুড়ি
গালে টোল পড়া মৃদু হাসি
আমি দেখতাম- অসীম দোলনা দোলে, কেশ খুলে যখন তুমি…।

তোমায় দেখে দেখে
ভুল করেছি বারংবার
ভুলে ভরেছি জীবনের অলিগলি
ভুলে-ভরা কবিতার প্রতিটি পৃষ্ঠা
ভুলে ভরা অসংখ্য বানান তার,
যতিচিহ্ন ঠিকঠাক পড়েনি কোথাও।

শত অনুচ্ছেদ সব ভুলে ভরা
এ জীবন তো ভুলে-ভরা কিতাব, প্রুফ দেখা হয়নি কখনো।
প্রতিটি পাতায় তাই ঢের ভুল আর ভুল।
তোমায় দেখে দেখে প্রতিটি পদক্ষেপ ভুল ফেলেছি-
এ জীবন আমার সবটাই ভুলের গণিত, ফলাফল শুণ্য।

মহৎ প্রাণের জীবনী, ঐশী বানী পড়ে-
কোনোদিন শুরু করিনি জীবন,
করেছি শুরু আমি প্রতিটি সকালের কাজ সন্ধ্যায়।
ভুলের ধোঁয়াতে ছেয়ে গেছে কালসন্ধ্যা, বিষাদ কৃষ্ণ রাত্রি।

শত ভুলের নুড়ি ও পাথর
করেছি থলেতে পুঞ্জীভূত,
এ জীবন আমার একখানা স্বরচিত ভুলের উপন্যাস, একটা ভ্রম কাব্য।

 

Check Also

জিজিকেএইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন নজিব উল্যাহ

সাতক্ষীরা সদর উপজেলার জিজিকেএইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সদর আসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।