খুলনায় করোনায় মৃত্যু আবার বেড়ে ১৯

খুলনা মহানগরীর চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে আটজন করোনায় ও চারজন উপসর্গে, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চারজন, জেনারেল হাসপাতালে একজন এবং গাজী হাসপাতালে দুজনের মৃত্যু হয়। বুধবার সকালে আগের ২৪ ঘণ্টায় খুলনায় ১২ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র ডা: সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় খুলনার রূপসার আশরাফ উদ্দিন (৭৮), পাইকগাছার পারুল (৪৫), নগরীর সোনাডাঙ্গার সুকুমার রায় (৫০), একই এলাকার শাকিল খাতুন (৭২) ও আমতলা মোড় এলাকার লুৎফর রহমান (৭২), যশোরের অভয়নগরের মানছুরা খাতুন (৫৫), যশোর সদরের সুখজান মিয়া (৫৫) ও বাগেরহাট ফকিরহাটের হারাধন (৭৫) মৃত্যুবরণ করেন।

এ ছাড়া সেখানে উপসর্গে চারজনের মৃত্যু হয়। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৫ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের ডা: প্রকাশ দেবনাথ জানান, সেখানে খুলনার খালিশপুরের শেখ শাহাবুদ্দিন (৭৮), দৌলতপুরের আমিনুল (৪৮), বটিয়াঘাটার সাহেদা পারভীন (৫০) এবং বাগেরহাট ফকিরহাটের বেতাগা গ্রামের সুফিয়া বেগম (৫০) মারা গেছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে খুলনার ফুলতলার তাছপুরের আবুল হাসান (৫০) মৃত্যু হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন।

গাজী হাসপাতালের এমডি ডা: গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে খুলনার দাকোপ উপজেলার বাজুয়ার গুরুচরণ মন্ডল (৭৮) ও বাগেরহাটের সোনাকোলার তরফদার মকবুল হোসেন (৭২) মারা যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।