সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত মৃত্যু ৮০ জন এবং উপসর্গের মৃত্যু ৪৪৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীরা হলো দেবহাটার নওয়াপাড়া গ্রামের মুকুল হোসেনের স্ত্রী রীনা পারভীন (৩৫), সদরের ভালুকা চাঁদপুরের গোবরদাড়ি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৬০) এবং পাটকেলঘাটার আব্দুল হামিদের ছেলে আব্দুল হাই (৬০)।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার এবং করোনা সংক্রান্ত ফোকাল পারসন ডা. জয়ন্ত সরকার দৈনিক পত্রদূতকে জানান, গত ২৪ ঘন্টায় ৩৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছে ৮৯ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৬৫ শতাংশ।
সরকারী হাসপাতালে ভর্তি পজিটিভ রোগীর সংখ্যা ২৭ জন এবং বেসরকারীতে ১০ জন। এছাড়া বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৯২ জন। জেলায় মোট সুস্থ্য রোগীর সংখ্যা ৩ হাজার ৪৮৩ জন।