সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:
যশোর জেলার অভয়নগর উপজেলার তালতলা মাইল পোষ্ট নামক স্থানের অননুমদিত অবৈধ রেল ক্রসিং’এ ফের রেল দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১৮/০৭/২০২১ রবিবার সকাল আনুমানিক ৮.৩০ টায় গরু নিয়ে রেল ক্রসিং এর উপর দিয়ে পার হচ্ছিল একটি নসিমন (ভটভটি) নসিমনটি রেল লাইনের উপর পৌছালে হঠাৎ নসিমনটি বন্ধ হয়ে যায়।
এদিকে খুলনা থেকে ছেড়ে আসা খুলনা- চিলাহাটি রুপসা ট্রেনটি চলে এসে নসিমনটাকে সজোরে আঘাত করলে নসিমনে থাকা ২ টি গরু ঘটনাস্থলে মারা যায় এবং নসিমনটা দুমড়ে-মুচড়ে বেশ দূরে একটা ডোবার মধ্যে গিয়ে পড়ে। এ ঘটনায় গরু বহনকারী তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এ পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দ্বায়িত্বরত চিকিৎসক সাদিয়া জাহান বলেন, তিন জনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে নওয়াপাড়া রেল ষ্টেশনের ষ্টেশন মাষ্টার বুলবুল আহম্মেদ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েছি এ ঘটনায় ট্রেনের কোন ক্ষতি হয়নি।
ইতিপূর্বে নওয়াপাড়া রেলওয়ের সিমানার বেশ কয়েকটি অননুমোদিত অবৈধ ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে এ বিষয়েও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।