হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে ৫’শ অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন সুশীলন। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ১০ টায় বে-সরকারি উন্নয়ন সংস্থা সুলীলনের সার্বিক সহায়তায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে সঞ্চয় ও ঋনদান কর্মসুচীর আওতায় বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন। সুশীলনের প্রোগাম সমন্বয়কারী রিয়াজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ। এসময় ঈদ উপহার হিসাবে প্রদান করা হয়েছে ২কেজি আলু, ১কেজি হলুদ,১কেজি পেয়াজ, ১কেজি লবন, ৫শ গ্রাম রসুন, ৫শ গ্রাম সোয়াবিন তেল, ৩শ গ্রাম গুড়া ঝাল ও ১টি ব্যাগ। আগামীকাল বুধবার(২১ জুলাই) পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষ্যে চলমান করোকালীন সময়ে উপজেলার মধ্যে শুধুমাত্র সুশীলন ৫শ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়ে হতদরিদ্র মানুষের মুখে হাঁসি ফুটিয়েছেন
Check Also
শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন
আহসান হাবীব: শহরঃ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। সাতক্ষীরায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা …