নিজস্ব প্রতিনিধি: ঈদ উপলক্ষে সাতক্ষীরা করোনা ডেডিকেটিড মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারী হাসপাতালে গত এক মাসের মধ্যে আজ সর্বনি¤œ রোগী ভর্তি রয়েছে। গত ২/৩ দিনে কম ঝুকিপূর্ণ রোগীরা ব্যবস্থাপত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।
আজ সকাল ৮ টায় ২৫০ শয্যা বিশিষ্ঠ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গে ১৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ছিল ৪৮ জন। ৩/৪ দিন পূর্বেও সরকারী-বেসরকারী হাসপাতালে প্রতিদিন রোগী ছিল গড়ে ৩৫০ জনেরও বেশি।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা সংশ্লিষ্ঠ ফোকাল পারসন ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮২ জন এবং উপসর্গে ৪৯০ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘন্টায় ১৯০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৫৮ শতাংশ। জেলার সরকারী বেসরকারী হাসপাতাল ও বাড়িতে হোম আইসোলেশনে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ২৪৮ জন।